১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী নেতা মারযুক ডাকাতি মামলার আসামি

admin
প্রকাশিত ২১ জুন, শনিবার, ২০২৫ ০০:১২:০৭
বৈষম্যবিরোধী নেতা মারযুক ডাকাতি মামলার আসামি

Manual8 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির পদ স্থগিত থাকা যুগ্ম সদস্যসচিব মো. মারযুক আব্দুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ঘটনায় মামলা হয়েছে। পটুয়াখালীর দুমকি থানার উপপরিদর্শক নুরুজ্জামান বাদী হয়ে ৬ জুন মামলাটি করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে। এর আগে জুলাই আন্দোলনের ঘটনা উল্লেখ করে মামলা-বাণিজ্য করার অভিযোগে গত ২২ মে মারযুকের পদ স্থগিত হয়।

Manual2 Ad Code

দুমকি থানার মামলা সূত্রে জানা গেছে, বরিশাল-পটুয়াখালী সড়কের পায়রা সেতুর টোল প্লাজায় ৬ জুন তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ। এ সময় দুটি মোটরসাইকেলে ওই ব্যক্তিরা কিছু দূরত্ব বজায় রেখে চালাচ্ছিলেন। চেকপোস্টের কাছাকাছি পৌঁছালে সামনের মোটরসাইকেল চেকপোস্টে রেখে আরোহী তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় শিপন ও মামুন নামের দুজনকে ধরে ফেলে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি ইলেকট্রিক শক ডিভাইস, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, পালানো তরুণের নামক মারযুক আব্দুল্লাহ। তাঁরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তাঁরা বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নেন।

Manual1 Ad Code

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনকে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মারযুক আব্দুল্লাহকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে মারযুক আব্দুল্লাহ উল্টো হুমকি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগের সাংবাদিকেরা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। দুমকি পুলিশের সঙ্গে আমার মীমাংসা হয়ে গেছে।’

Manual5 Ad Code

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময়ে হামলার শিকার দাবি করে গত ৯ মে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন মারযুক। ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ বরিশাল ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিসহ ২৪৭ জনকে আসামি করা হয়। ৯ মাস আগের ঘটনা দেখিয়ে প্রশ্নবিদ্ধ মামলা এবং এ নিয়ে বাণিজ্যের অভিযোগ ওঠায় তাঁর পদ স্থগিত করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।