সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আকতার হোসেন কে সিলেটেে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো:সাইফুল ইসলাম ।
রোববার ভোরে সিলেটের জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে এস এমপির শাহ পরান থানা একটি মামলা দায়ের করেন হত্যা চেষ্টা ও হামলার অভিযোগ এনে। আক্তার হোসেন এ মামলার এজাহার নামিয় আসামী।
মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয় হলেও রয়েছে অজ্ঞাতনামা আসামিও।
জানাযায় ইফতার মাহফিলে উশৃঙ্খলা আচরণ , তর্ক বিতর্কের ভিডিও ধারণ করতে গেলে বাধার মুখে পরে সাংবাদিকরা।
সাংবাদিকদের ঊপর ক্ষিপ্ত হন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতারা।
আচরণে অসন্তোষ সাংবাদিকরা ত্যাগ করেন অনুষ্ঠান স্থল। চলতে থাকে হট্টগোল।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন অনেকেই।
শাহপরান থানার ওসি মনির হোসেন জানান, আসামিদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।মামলার তদন্ত কাজ চলছে।
তবে বিকেলে সিলেট মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার জামিল মঞ্জুর করেন
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি বলেন, রোববার বিকেলে শুনানিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক ছগীর আহমদ আসামী আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD