সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মে ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
দেশের অধিকার আদায়ের আন্দোলনে মণিপুরীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবদান ইতিহাস বিদিত। অথচ সেই তারাই নানা বৈষম্যের শিকার, নানামুখি হুমকিতে। বিপন্ন হওয়ার পথে তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি। বৈষম্য আর নানা ষড়যন্ত্রে নৃ-তাত্তি¡ক জাতিসত্তার পরিচয়-অস্তিত্ব গভীর হুমকির মুখে। বৈষম্য কারো কাম্য হতে পারেনা।
বৈষম্যহীন দেশ-জাতি প্রতিষ্ঠার লক্ষ্যে সভ্যতার শুরু থেকে যে লড়াই শুরু হয়েছিল সে লড়াই এখনও চলছে। যুগে যুগে প্রাণ দিয়েছেন অনেক মানবতাবাদি-দেশপ্রেমিক। বৈষম্যের অবসান না হলে সেসব শহীদানের প্রতি অবমাননা হবে। সেদিকে অন্তবর্তীকালীন সরকারের গভীর দৃষ্টি দেয়া জরুরি।
সরকার নিবন্ধিত বাংলাদেশের মণিপুরীদের প্রাচীনতম অভিভাবক সংগঠন মণিপুরী সমাজকল্যাণ সমিতির ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সিলেট জেলা শাখার আয়োজনে সিলেট নগরীর ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশনের মিডিয়া কনফারেন্স হলে এই আয়োজন করা হয়। শনিবার রাতে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসকস সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ।
সংগঠনের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহের পরিচালনায় অতিথি বক্তা ছিলেন, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশন ইমজা’র সভাপতি, যমুনা টেলিভিশনের আশরাফুল কবীর, সাধারণ সম্পাদক, একাত্তর টেলিভিশনের সাকিব আহমদ মিঠু,
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, ইমজার সাবেক সভাপতি অ্যাডভোকেট মঈনুল হক বুলবুল, ইমজা নিউজ ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক বাপ্পা ঘোষ চৌধুরী, এনটিভির সজল ছত্রী ও আনিস রহমান, ডিবিসি নিউজ’র প্রত্যুষ তালুকদার, বাংলা টিভির ক্যামেরা পার্সন ইলেকট্রনিক্স মিডিয়া ইমজার কোষাধক্ষ্য আলমগীর হোসেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাংলা নিউজ ইঊ এস ডটকমের ক্রাইম এডিটর এমদাদুর রহমান চৌধুরী জিয়া,
মসকস সিলেট জেলা শাখার সহসভাপতি দীপাল কুমার সিংহ, ডা: উচিত কুমার সিনহা, মণিপুরী নেতা মিলন কুমার সিনহা জ্যোতি, সুশীল বাবু সিংহ, প্রকৌশলী লিপু সিংহ, রনজিত সিংহ, উজ্জল সিংহ, নারী নেত্রী রোটারিয়ান শান্তি রাণী সিনহা, সহ সম্পাদিকা আরতি সিনহা, সিলেট মহানগরের প্রান্তিক সিনহা।
সভায় বক্তারা বলেন,মণিপুরী তথা নৃ-তাত্বিক জনগোষ্ঠীর অধ্যুষিত জেলা-বিভাগ ছাড়াও রাজধানী ঢাকায় সমন্বিত ‘ইনডিজিনাস কালচারাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা প্রাণের দাবি।
যা দেশের রাজধানীতে নৃতাত্বিক জনগোষ্ঠীর পরিচয় বহনের পাশপাশি বৈচিত্রময় সংস্কৃতি বিকাশে কেন্দ্রীয় সমন্বয়কেন্দ্রের ভুমিকা পালন করতে পারে।
মণিপুরীসহ সকল ক্ষুদ্র জাতিসত্ত¡ার সার্বিক কল্যাণ ও উন্নয়ণ নিশ্চিতে স্বতন্ত্র ‘ডেভেলপমেন্ট কাউন্সিল’ গঠন। মণিপুরীসহ নৃ-গোষ্ঠী অধ্যুষিত সিলেট অঞ্চলের সকল পাবলিক মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুবিধা
দেশে-বিদেশে সমাদৃত ও সম্ভাবনাময় মণিপুরীসহ নৃ-গোষ্ঠীর সম্ভাবনাময় রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন, প্রদর্শন, বাজারজাত ও রপ্তানির বিসিক শিল্প নগরী, স্পেশাল ইকনোমিক জোন বা ইপিজেডে স্থান সংরক্ষণ এবং বিভাগীয় নগরীতে শুল্কমুক্ত প্রদর্শনী ও বাজারজাত কেন্দ্রের জন্য স্থান বরাদ্ধ করা। ক্ষুদ্র জনজাতির প‚র্ব পুরুষদের মৌরসী ভিটেবাড়ী, সম্পদের উপর থেকে আগ্রাসী অপদখল উচ্ছেদ ও উত্তরাধীদের মালিকানা, দখল নিশ্চিত করণ, নৃতাত্তি¡ক জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় ‘আঞ্চলিক ভ‚মি আইন’ কার্যকর ও প্রথাগত ভ‚মি অধিকার আইনের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। ক্ষুদ্র জনজাতির প‚র্ব পুরুষদের মৌরসী ভিটেবাড়ী, সম্পদের অপদখল উচ্ছেদ ও উত্তরাধীদের মালিকানা, দখল নিশ্চিত করণ, নৃতাত্তি¡ক জনগোষ্ঠী অধ্যুষিত ভ‚মি অধিকার আইনের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান সহ নানা দাবি জানান তারা।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD