নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর ১২ জানুয়ারি, ২০২৬ ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ মোট তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন শ্রমিক, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ সোমবার উপজেলার সোতাশী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই স্থানীয় ‘ডোবরা জনতা জুট মিল’-এর শ্রমিক।
নিহত ও আহতদের পরিচয়
নিহত ব্যক্তিরা হলেন— উপজেলার ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চরবহ্নি গ্রামের হামজালা, রেখা বেগম, সুবুরন বেগম, আবু বকর ও বাবুল নামের দুই শিশু। আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিলের ১২-১৫ জন শ্রমিক কাজ শেষে একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে সোতাশী রেলক্রসিং অতিক্রম করার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই জব্বার ও মুছা নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নারী শ্রমিক জাহানারা বেগম।
প্রশাসনের বক্তব্য
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, তারা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং রেলওয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হবে।