সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৫
ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে চা শ্রমিকের পাশে দাঁড়ালেন মাহবুব হাসান সাচ্চু
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের রত্নার কৃতি সন্তান রত্না প্রভাতী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি । ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী,সাবেক ফুটবলার পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু , ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে অসহায় নিপীড়িত চা বাগানের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন মানবিক সহায়তা নিয়ে।
গোয়ালবাড়ী ইউনিয়নের পাঁচটি চা বাগানের সর্বমোট (৮০০শত) চা শ্রমিকের মাঝে রিং কোট বিতরণ করা হয় রত্না চা বাগান,এলাপুর চা বাগান,শিলুয়া চা বাগান সহ বিভিন্ন বাগানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এসময় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোহেল আহমদ।
রত্না বাগান পরিচালনা কমিটির সভাপতি সুমন ঘোষ।
সমাজ সেবক,রুবেল আহমদ সহ এ সময় আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মাহবুব হাসান সাচ্চু স্বপ্নের জুড়ী টিভিকে জানান,চা শ্রমিক মা,বোনরা বৃষ্টিতে ভিজে চা পাতা উত্তোলন করতে তাদের অনেক কষ্ট হয়।বৃষ্টিতে ভিজে নানান রকম অসুখ-বিসুখ হয়। তাদের কথা চিন্তা করে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি।এবং সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করা। যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি মানবিক কাজে সম্পৃক্ত করে মাদক, অশ্লীলতা, ইভটিজিং ও হানাহানি মুক্ত সমাজ প্রতিষ্টা করাই আমার লক্ষ্য উদ্দেশ্য।তিনি আরো বলেন,আমি দীর্ঘদিন থেকে বিভিন্ন দুর্যোগ মুহূর্তে,বন্যা সময় ও করুণা মহামারীর সময় ত্রাণ বিতরণ এবং ধর্মীয় কাজে মাদ্রাসা,স্কুল,মসজিদ, মন্দিরে, নিরবে সহায়তা প্রদান করে আসছি।
সদর জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন,মাহবুব হাসান সাচ্চুর এরকম কার্যক্রমে চা শ্রমিকরা খুবই আনন্দিত।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন মাহবুব হাসান সাচ্চু একটি ব্যতিক্রমী চমৎকার উদ্যোগ গ্রহণ,এই রেমিটেন্স যোদ্ধাকে ধন্যবাদ জানাই,তিনি আরো বলেন যদি এরকম সুযোগ থাকে তাহলে অসহায় মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য আহবান জানা তিনি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD