২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ব্যাংক খাতের দুর্বলতার কারণ সুশাসনের অভাব: ঢাবি অধ্যাপক

admin
প্রকাশিত ২১ সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ ২১:১৩:২৮
ব্যাংক খাতের দুর্বলতার কারণ সুশাসনের অভাব: ঢাবি অধ্যাপক

Manual5 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন বলেছেন, দেশের ব্যাংক খাতের দুর্বলতা মূলত সুশাসনের অভাব থেকে উদ্ভূত, শুধু বহিরাগত অর্থনৈতিক আঘাত থেকে নয়। ব্যাংক সংস্কারে স্বচ্ছতা, জবাবদিহি ও ঋণসংক্রান্ত সিদ্ধান্তে বাইরের প্রভাবমুক্ত নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

রোববার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলনের (আইসিবিটি ২০২৫) সমাপনীতে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

সম্মেলনে বক্তারা ব্যাংক খাতের করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামোর দুর্বলতা নিয়ে আলোচনা করেন। সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন জানান, দেশের ১৮ লাখ কোটি টাকার ঋণের মধ্যে প্রায় ১১ লাখ কোটি টাকা সমস্যাপূর্ণ অবস্থায় রয়েছে এবং অন্তত ১৫টি ব্যাংক ‘জম্বি ব্যাংক’ হিসেবে টিকে আছে।

Manual2 Ad Code

ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হোসেন বলেন, বর্তমানে ১২টি ব্যাংক কার্যত দেউলিয়া হয়ে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বাস্তবেও নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

ঢাবির অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ব্যাংক খাতে সুশাসনের কাঠামো শক্তিশালী করা ও নিয়ন্ত্রক মানদণ্ড যথাযথভাবে প্রয়োগ করা জরুরি।

Manual5 Ad Code