ফকির হাসান, সুনামগঞ্জ থেকে: ছাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান (৩৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ২৭ (অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি চাচাতো ভাই কামাল আহমদ নিশ্চিত করেছেন।
৩৫ বছর বয়সেই থেমে গেল তাঁর প্রাণের গান, স্তব্ধ হলো এক মধুর কণ্ঠের সুর। জীবনের এই প্রারম্ভেই শেষ হয়ে গেল প্রতিভাবান এক শিল্পীর পথচলা। আলী ইনসান ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত দুধু মিয়ার ছেলে। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। “আমার ময়না টিয়া, আগন মাসের ধান তুলিয়া করব তুমায় বিয়া”—সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী হিসেবে তিনি ছাতকসহ সিলেট অঞ্চলে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর কণ্ঠে ছিল লোকজ জীবনের গল্প, প্রেম আর মাটির গন্ধ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক তমাল পোদ্দার বলেন, সুরকার ও গীতিকার সংগীত শিল্পী আলী ইনসানের মৃত্যুতে ছাতকের সংগীতাঙ্গনে এক অপূরনীয় ক্ষতি হয়ে গেল। তার সুরের মধ্যে অন্যরকম এক মূর্চ্ছনা ছিল। বিশেষ করে ছাতকের ইতিহাস-ঐতিহ্য নিয়ে তার লিখা গান দেশ-বিদেশে জনপ্রিয়তা অর্জন করে। ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা সবাই আলী ইনসানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন।