১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ব্যালন ডি’অর না জেতায় অনুপ্রাণিত হবেন ইয়ামাল: হান্সি ফ্লিক

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ২২:৩২:১৯
ব্যালন ডি’অর না জেতায় অনুপ্রাণিত হবেন ইয়ামাল: হান্সি ফ্লিক

Manual3 Ad Code

২০২৫ সালের ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে শেষ পর্যন্ত পুরস্কার জিতেছেন দেম্বেলে। এই না পাওয়া ইয়ামালকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিক।

ইয়ামালের কাছাকাছি গিয়েও ব্যালন ডি’অর না জেতা সমর্থকরা সহজভাবে নিতে পারছেন না। তবে জার্মান কোচ বিশ্বাস করেন, ইয়ামাল দেম্বেলের জয়কে স্বাভাবিকভাবেই নিয়েছেন। সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “আমি ইয়ামালের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয় সে এটাকে সঠিকভাবে দেখছে। এবার ব্যালন ডি’অর জিততে না পারা তার জন্য আগামী বছরগুলোর প্রেরণা হবে। দেম্বেলে এটার যোগ্য ছিল। এটা ভোটিং প্রক্রিয়া, এখানে অনেক কিছুই হতে পারে।”

Manual2 Ad Code

গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ের অন্যতম নায়ক ছিলেন ইয়ামাল। নিজে ১৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও ২১টি। ফ্লিকের বিশ্বাস, আগামী বছরও ইয়ামাল ব্যালন ডি’অরের দৌঁড়ে থাকবেন— “হয়তো আগামী মৌসুমেও ইয়ামাল ব্যালন ডি’অরের বিকল্প হবে। এটা ভেবে ভালো লাগছে যে আমাদের অনেক খেলোয়াড়ই এখন ভালো অবস্থায় আছে।”

Manual1 Ad Code