সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় আহত রওশন মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রওশন মিয়া ওই গ্রামের মৃত হীরন ফকিরের ছেলে। তিনি সাত সন্তানের বাবা।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টায় উপজেলার ফুলপুর গ্রামে উড়িয়াইলে রওশন আলীর বাড়িতে ঢুকে ১০-১২ জনের একটি ডাকাত দল। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে সবাইকে বেঁধে ফেলে তারা। ডাকাতেরা তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রওশন আলীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় রওশন আলী ও তাঁর স্ত্রী আছমা বেগম আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রওশন আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক ঢাকায় প্রেরণ করে। পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আজকের পত্রিকাকে আলম, ‘রওশন আলী নামে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD