ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোঃ মিঠু মিয়াকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোঃ মিঠু মিয়াকে ফুলেল শুভেচ্ছা

 

যুক্তরাজ্য দেভন শাখা বিএনপি’র সভাপতি ও ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোঃ মিঠু মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব’র নেতৃবৃন্দ।

 

 

সোমবার (১৭মার্চ) রাতে সিলেট নগরীর বন্দরবাজার রমহল টাওয়ারের ৪র্থ তলায় ক্লাব’র কার্যালয়ে প্রবাসী বিএনপি নেতাকে দেওয়া ফুলেল শুভেচ্ছায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সাগঠনিক সম্পাদক বাবু অর্জুন ঘোষ, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি বাবু প্রানেশ দে, বিএনপি নেতা জিয়াউর রহমান নেওয়ার, সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি শামীম আহমদ,  সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক খালেদ আহমদ, জেলা তাতী দলের নেতা শাহেদ আহমদ যুবদল, আবিদুর রহমান আব্দুল প্রমুখ।

 

ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন – দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট ব্যরো প্রধান মোহাম্মদ হানিফ, সিটিজেন টাইমস’র সিলেট ব্যুরো প্রধান কামরুল হাসান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোশারফ হোসেন খান, আমাদের মাতৃভূমি পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মো: নিজাম উদ্দিন প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রবাসী বিএনপি নেতা মোঃ মিঠু মিয়া সাংবাদিকসহ তাঁর দলের সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের দেখতে আসতে পারিনি। মামলা হামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছিল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র জনতার অভ্যুত্থানে সৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীতে আমরা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

 

বিএনপি এই নেতা বলেন, প্রবাসী রাজনীতিবিদ হিসেবে দেশের কল্যানে যাতে কাজ করতে সচেষ্ট থাকতে চাই। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদ জিয়ার একজন নিবেদতি প্রাণ কর্মী হিসেবে আমাকে আপনাদের সাথে রাখবেন, পরামর্শ দেবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ