অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ব্রিসবেনের গ্যাবায় প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পর ম্যাচে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড, তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ১৩৪ রানে থেমে আছে সফরকারীরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে ৫১১ রান তোলে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। পাঁচ ব্যাটারের ফিফটিতে ভর করে বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও আলো ছড়ান মিচেল স্টার্ক। ৭৫ রানে ৬ উইকেট নেওয়ার পর ৯ নম্বরে নেমে খেলেন দলের সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস।
৩৭৮ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করার পর নতুন দিনে স্টার্ক ও নেসার মিলে দলকে ৫০০ পের করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৪৬ রান নিয়ে দিন শুরু করা নেসার করেন ৬৩ রান। এছাড়া ওয়েদারাল্ড ৭২, লাবুশেন ৬৫ এবং অধিনায়ক স্মিথ ৬১ রান যোগ করেন স্কোরবোর্ডে। ইংল্যান্ডের হয়ে ব্রাইডন কার্স নেন ৪ উইকেট, বেন স্টোকসের দখলে যায় ৩ উইকেট।
অস্ট্রেলিয়ার চেয়ে ১৭৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে শুরুতেই উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে স্টোকসের দল। তৃতীয় দিনের শেষ পর্যন্ত তারা ৬ উইকেটে ১৩৪ রান তুলতে সক্ষম হয়। এখনো ৪৩ রানে পিছিয়ে অতিথিরা।
ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি সর্বোচ্চ ৪৪ রান করেন। ওলি পোপ যোগ করেন ২৬ রান। স্টোকস ও উইল জ্যাকস সমান ৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক, নেসার ও স্কট বোল্যান্ড দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে পার্থ টেস্টে ইংল্যান্ড ৮ উইকেটে হেরে সিরিজ শুরু করে। ব্রিসবেনেও পরিস্থিতি অনুকূলে এনে ঘুরে দাঁড়াতে পারছে না তারা, আরও একটি পরাজয়ের শঙ্কা ঘনিয়ে এসেছে স্টোকসদের ওপর।