ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে রাজধানীর নর্থ গুলশান অ্যাভিনিউয়ে। এটি ব্যাংকের প্রথম‘ডিজিটাল ফার্স্ট’ শাখা, যেখানে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা উপভোগ করবেন।
এর আগে, গত ১৭ জুলাই ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান নর্থ গুলশান অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশফাক ও শাখা নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন।
মেহেরিয়ার এম হাসান বলেন, ‘‘দেশের প্রতিটি এলাকার গ্রাহকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে আমরা সারা দেশে শাখা নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছি। বড় পরিসর ও ডিজিটাল ব্যাংকিং-সক্ষম শাখা নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি কোনায় গ্রাহকদের জন্য সর্বাধুনিক ও স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।’’