১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে সিলেটে থাকছে বাড়তি নিরাপত্তা

admin
প্রকাশিত ১৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ ১৫:৫১:০৭
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে সিলেটে থাকছে বাড়তি নিরাপত্তা

Manual2 Ad Code

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সিলেটে পুলিশ বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

Manual8 Ad Code

জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হতে যাচ্ছে। এছাড়াও ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন অর্থাৎ- ৩১ ডিসেম্বর সিলেটসহ সারা দেশে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে। এ দুটি বড় উৎসব ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

Manual3 Ad Code

এসএমপি সূত্র জানায়, বড়দিন উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে চার্চে ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। চার্চ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে।

এছাড়া থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি পুলিশি তৎপরতাও বাড়ানো হবে। উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া উৎসব দুটি উপলক্ষে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

Manual8 Ad Code

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রতিবারের ন্যায় এবারও সিলেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে- এ বিষয়ে শীঘ্রই গণবিজ্ঞপ্তি জারি করবো আমরা।

Manual5 Ad Code