
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—
গোপালপুর গ্রামের কাউছার আহমদ
সৎপুর গ্রামের রুবেল আহমদ
সমনবাগ চা-বাগান এলাকার সুশীল ভুমিজ
কাশেমনগর গ্রামের মোছা. জানু বেগম
বিওসি কেছরিগুল গ্রামের হাওয়ারুন নেছা
একই এলাকার জাহানারা বেগম
বাঘাটিলা গ্রামের পিয়ারা বেগম
ভুগা (চাঁনপুর) গ্রামের রুমন আহমদ ওরফে রুফিয়ানা
বড়লেখা এলাকার রুবেল আহমদ
বড়াইল (করলা) এলাকার কামিল আহমদ
উত্তর মুছেগুল গ্রামের মো. ফখর উদ্দিন
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।