ভবিষ্যতে গুম-খুন ও মিথ্যা মামলা বন্ধে অঙ্গীকার চান সারা হোসেন

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

ভবিষ্যতে গুম-খুন ও মিথ্যা মামলা বন্ধে অঙ্গীকার চান সারা হোসেন

রাজনীতিকরা ভবিষ্যতে গুম-খুন করবেন না এবং মিথ্যা মামলা দেওয়া বন্ধ করবেন—এমন অঙ্গীকার চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তিনি বলেন, “বিনা বিচারে মাসের পর মাস লোকজনকে আটকে রাখবেন না। মধ্যরাতে লোকজনকে ডিবি অফিসে তুলে নিয়ে যাবেন না বিনা কারণে। এই অঙ্গীকারগুলো আপনারা করুন। তাহলেই আমরা বিশ্বাস করব, পরিবর্তন আসবে।”

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

রাজনীতিকদের উদ্দেশে আহ্বান

সভায় সারা হোসেন বলেন, গুমের শিকার ব্যক্তিরা শুধু একটি দল বা মতাদর্শের নন, বরং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় পরিচয়ের মানুষ। তাই রাজনীতিকদের উচিত হবে প্রতিশ্রুতি দেওয়া যে তাঁরা গুম-খুন করবেন না এবং মিথ্যা মামলা দেবেন না।

বিএনপির বক্তব্য

আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, “বিগত ১৫ বছরে বিএনপির বহু নেতা-কর্মী শহীদ হয়েছেন, লাখ লাখ মানুষ মিথ্যা মামলায় ভুগেছেন। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত করব। একই সঙ্গে গুম ও শহীদ হওয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তাঁদের পরিবারের পাশে দাঁড়াব।”

জাতিসংঘের মন্তব্য

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান বলেন, নিখোঁজ ব্যক্তিদের পরিবার মৃত্যু সনদ, ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি হস্তান্তরে নানা সমস্যার মুখে পড়ছে। মিথ্যা ও সাজানো মামলার দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, “নতুন খসড়া অধ্যাদেশে গুমের সংজ্ঞা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করার পরিবর্তে রক্ষা করার দিকে বেশি মনোযোগ দিয়েছে। কেবল সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করলেই ন্যায়বিচার নিশ্চিত হয় না; বরং কার্যকর ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি।”

অন্যান্য বক্তাদের মতামত

সভায় আরও বক্তব্য দেন গুম কমিশনের সদস্য নূর খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ