১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি প্রথম সরাসরি ফ্লাইটে সিলেটের হজ যাত্রীরা মদিনার পথে

admin
প্রকাশিত ১৫ মে, বৃহস্পতিবার, ২০২৫ ০০:৪৯:২১
ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি প্রথম সরাসরি ফ্লাইটে সিলেটের হজ যাত্রীরা মদিনার পথে

Manual7 Ad Code

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, :
সিলেট থেকে মদিনার পথে গেলো প্রথম হজ ফ্লাইট।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ৪শ’ ১৮ জন হজযাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি।

Manual7 Ad Code

 

 

 

 

 

 

 

Manual2 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

 

 

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোঃ হাফিজ আহমদ
এ বছর সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার করা হচ্ছে।

 

 

 

 

 

 

এর মধ্যে প্রথম ফ্লাইট গেলো সরাসরি মদিনায়। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে। এছাড়া সিলেটের অনেক প্রবাসী এবার হজে যাচ্ছেন বলে জানান তারা।
এ বছর সিলেট থেকে ২ হাজার ৭শ’ জন হজে যাচ্ছেন। তাদের মধ্যে ২ হাজার ৯০ জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে।
এ অঞ্চলের হজযাত্রীদের নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম সিলেটের তিনটি শীর্ষ এজেন্সির মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এবারের সার্বিক ব্যবস্থাপনার খুশি সিলেটের হজযাত্রীরা।
তবে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি তাদের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুদেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।