১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতকে দেওয়া চিঠির জবাব এখনো আসেনি: তৌহিদ হোসেন

admin
প্রকাশিত ০৮ জানুয়ারি, বুধবার, ২০২৫ ১৮:৩৫:৪২
ভারতকে দেওয়া চিঠির জবাব এখনো আসেনি: তৌহিদ হোসেন

Manual1 Ad Code
Manual8 Ad Code

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনো পাওয়া যায়নি।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

 

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, ‘আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কী করার আছে।’

Manual6 Ad Code

 

শেখ হাসিনাকে ফেরাতে পাঠানো চিঠির জবাব পেয়েছেন কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তাকে (শেখ হাসিনা) ফেরাতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনো পাইনি।’

 

 

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ।

 

 

গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনা। এর পর থেকেই বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে দেশে ফেরানোর আহ্বান বাড়ছে। আজ হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি।

 

প্রতিবেদনে আরও বলা হয়, দেশজুড়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা হাসিনা (৭৭) ভারতে থাকলেও তিনি যোগাযোগবিহীন অবস্থায় রয়েছেন। ৫ আগস্ট ভারতের হিন্দন বিমানঘাঁটিতে আসেন তিনি। পরে দিল্লির একটি নিরাপদ বাসস্থানে তাঁকে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

 

 

Manual6 Ad Code

এ বিষয়ে অবগত কয়েকজনের (নাম প্রকাশে অনিচ্ছুক) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যাতে ভারতে অবস্থান করতে পারেন, সে পথ সুগম করতে সম্প্রতি তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তাঁকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ওঠা গুঞ্জন নাকচ করে তাঁরা বলেন, শরণার্থী ও আশ্রয় দেওয়ার মতো বিষয়গুলো বিবেচনার ক্ষেত্রে ভারতে কোনো সুনির্দিষ্ট আইন নেই।

Manual6 Ad Code