১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভারতের এনএসএ দোভালের সঙ্গে বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের বৈঠক

admin
প্রকাশিত ১৯ নভেম্বর, বুধবার, ২০২৫ ২১:৫৬:৪০
ভারতের এনএসএ দোভালের সঙ্গে বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের বৈঠক

Manual2 Ad Code

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে ভারতস্থ বাংলাদেশ হাই কমিশন।

সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (CSC) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান।

Manual3 Ad Code

হাই কমিশনের বিবৃতিতে বলা হয়, সিএসসির কার্যক্রম এবং দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানান।

Manual3 Ad Code

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছালে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে খলিলুরকে স্বাগত জানান।

Manual7 Ad Code

আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে দিল্লির হায়দরাবাদ হাউসে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নভোজের পর সম্মেলন শেষ হবে। সেদিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সফরটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁকে দেশে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা চেয়েছে। তবে দোভাল–খলিলুরের বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা—তা হাই কমিশনের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

গত মাসে খলিলুর রহমানকে দিল্লি সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন অজিত দোভাল। অন্তর্বর্তী সরকারের এক বছরের বেশি সময়ে এটিই দ্বিতীয় উচ্চপর্যায়ের ভারত সফর। এর আগে ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।

Manual8 Ad Code