সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেছেন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলা এসে শহরের উকিলপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংস্কারের ওপর আগামী দিনে অনেক কিছুই নির্ভর করছে উল্লেখ করে বিজেপির চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা শুরু থেকে বলে আসছি, সংস্কার প্রয়োজন। তবে বড় সংস্কারগুলো জনগণের নির্বাচিত সরকার করবেন। অন্তর্র্বতী সরকার কী কী সংস্কার করবে, সেগুলো আমরা এখনো নিশ্চিত হইনি। সংস্কারের ওপর আগামী দিনে অনেক কিছুই নির্ভর করছে, ভবিষ্যতে কেমন নির্বাচন হবে, প্রার্থী কারা হবেন বা হতে পারবেন।
অন্তর্র্বতী সরকার যেন কোনোমতে ব্যর্থ না হয়, আমরা তাদের পাশে রয়েছি জানিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় যে আলোচনা হয়েছে, তা দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনা পজিটিভভাবেই (ইতিবাচক) দেখি। বর্তমান অন্তর্র্বতী সরকার গণ-অভ্যুত্থানের সরকার। জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার। এই সরকার যেন ফেল (ব্যর্থ) না করে, সে জন্য আমরা সবাই বর্তমান সরকারকে সহযোগিতা করছি।
সাংবাদিকদের সঙ্গে এই আলাপকালে উপস্থিত ছিলেন বিজেপির ভোলা জেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহতির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ভোলা জেলা ছাত্রসমাজের সভাপতি শান্ত ঘোষ প্রমুখ।
বিজেপি আগের চেয়ে আরও বেশি শক্তিশালী দল দাবি করে আন্দালিভ রহমান বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) দল গোছাচ্ছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD