১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: সিদ্ধান্তে অনড় বিসিবি, আইসিসির সাথে বৈঠক অমীমাংসিত

admin
প্রকাশিত ১৩ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৬ ১৯:২৫:৫১
ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: সিদ্ধান্তে অনড় বিসিবি, আইসিসির সাথে বৈঠক অমীমাংসিত

Manual7 Ad Code

ক্রীড়া প্রতিবেদক | ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৬

Manual7 Ad Code

আসন্ন দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, তারা নিজেদের অবস্থান থেকে ‘এক ইঞ্চিও’ সরবে না।

বিসিবির কঠোর অবস্থান

আজ বিকেলে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসেন বিসিবির শীর্ষ কর্তারা। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, “আমরা যে অবস্থান নিয়েছি, সেখানেই আছি। আমাদের জায়গা থেকে এক ইঞ্চিও নড়ব না। মানে ভারতে আমরা যাব না।”

Manual5 Ad Code

তিনি আলোচনার বিষয়বস্তু বিস্তারিত না জানালেও বলেন, “আলোচনা ইতিবাচক হয়েছে। তবে সময় খুব কম, সেটা আইসিসিও জানে।”

নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও মোস্তাফিজ ইস্যু

বাংলাদেশ দলের ভারত সফরের আপত্তির মূলে রয়েছে ক্রিকেটারদের নিরাপত্তা। বিশেষ করে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুটি আরও জোরালো হয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট প্রশ্ন তুলেছেন—যেখানে একজন ক্রিকেটারকেই পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, সেখানে পুরো দলের বিশাল বহরকে ভারত কীভাবে নিরাপত্তা দেবে? এই উদ্বেগের কথা জানিয়ে আইসিসিকে ইতিমধ্যে দুই দফা চিঠি পাঠিয়েছে বিসিবি।

ভেন্যু ও গ্রুপ পরিবর্তনের গুঞ্জন

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে বাংলাদেশের সূচি অনুযায়ী ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। তবে বিসিবির আপত্তির মুখে বিকল্প চিন্তা করছে আইসিসি।

  • বিকল্প ভেন্যু: ক্রিকবাজ-এর তথ্যমতে, ম্যাচগুলো কলকাতা-মুম্বাইয়ের বদলে দক্ষিণ ভারতের তিরুবনন্তপুরম ও চেন্নাইয়ে সরিয়ে নেওয়ার প্রস্তাব আসতে পারে।

  • শ্রীলঙ্কায় স্থানান্তর: বাংলাদেশ যদি ভারতে না যায়, তবে তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় (কলম্বো বা পাল্লেকেলে) সরিয়ে নেওয়া হতে পারে।

    Manual4 Ad Code

  • গ্রুপ পরিবর্তন: গুঞ্জন উঠেছে, বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে সরিয়ে ‘বি’ গ্রুপে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে সূচিতে বড় ধরনের ওলটপালট হবে।

সূচি অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক ম্যাচসমূহ:

  • ৭ ফেব্রুয়ারি: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)

    Manual3 Ad Code

  • ৯ ফেব্রুয়ারি: বনাম ইতালি (কলকাতা)

  • ১৪ ফেব্রুয়ারি: বনাম ইংল্যান্ড (কলকাতা)

  • ১৬ ফেব্রুয়ারি: বনাম নেপাল (মুম্বাই)

বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও বাংলাদেশ দলের ভেন্যু নিয়ে এই অনিশ্চয়তা টুর্নামেন্টের আমেজে বড় প্রভাব ফেলছে। এখন দেখার বিষয়, আইসিসি বিসিবির এই দাবি মেনে শ্রীলঙ্কায় ম্যাচ সরায় নাকি ভেন্যু পরিবর্তনের মাধ্যমে সমঝোতায় আসে।