ঢাকা, ১৯ সেপ্টেম্বর – বর্তমানে ভারত-পাকিস্তান ম্যাচ যেন নামমাত্রই উত্তেজনাপূর্ণ। মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না করা থেকে শুরু করে নানা ঘটনা নিয়ে আলোচনা বেশি হচ্ছে। গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে এমন অদ্ভুত পরিস্থিতি তৈরি হওয়ায় এবার সুপার ফোর পর্বের আগেও ভক্ত-সমর্থকদের মধ্যে আগ্রহ কিছুটা কমে গেছে।
এশিয়া কাপ সামনে রেখে আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সুপার ফোর পর্বের টিকিটের দাম প্রকাশ করেছে। আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে মোট ৬টি ম্যাচ। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৮৬ টাকা)। টিকিট প্লাটিনাম লিস্ট ডট নেট, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের অফিস থেকে কেনা যাবে।
টিকিটের পাশাপাশি দুটি প্যাকেজ ‘প্যাকেজ এ’ ও ‘প্যাকেজ বি’ রাখা হয়েছে, যাতে ভক্তরা তাদের পছন্দের ম্যাচগুলোর জন্য আগে থেকে টিকিট নিশ্চিত করতে পারেন। প্রতিটি প্যাকেজে তিনটি করে ম্যাচ রয়েছে, মোট ছয়টি ম্যাচ। তবে ‘প্যাকেজ বি’-তে রয়েছে ফাইনালের ম্যাচ, আর শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ কোনো প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি। ভারত-পাকিস্তান ম্যাচ ‘প্যাকেজ এ’-তে থাকলেও এর টিকিটের সর্বনিম্ন দাম ৩৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৬০২ টাকা)।
সুপার ফোর পর্বে পরশু বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। গত গ্রুপ পর্বের কাহিনির কারণে ভক্তদের মধ্যে আগ্রহ কিছুটা কমে যাওয়া নিয়ে বলা হচ্ছে।
এদিকে, গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশি ভক্তরা শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ উপভোগ করেছেন। বিশেষ করে শ্রীলঙ্কার জয়ের পর কিছু দর্শক উদযাপনেও অংশ নেন, কারণ শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেছে বাংলাদেশের সুপার ফোরে জায়গা।
আবুধাবিতে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ভারত-ওমান ম্যাচ, যা মূলত নিয়মরক্ষার ম্যাচ হিসেবে গণ্য হবে। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে সুপার ফোর পর্ব। শ্রীলঙ্কা ম্যাচের পর তিন দিনের ছুটি পাবেন লিটন দাস, জাকের আলী ও অনিরuddha। এরপর ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। সুপার ফোরের সব ম্যাচই হবে দুবাইতে। ২৯ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের দাম এখনও প্রকাশ করা হয়নি, তবে আজ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।