ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বললে আজীবন নিষেধাজ্ঞা: ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বললে আজীবন নিষেধাজ্ঞা: ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ঢাকার মার্কিন দূতাবাস ভিসা প্রত্যাশীদের সতর্ক করে জানিয়েছে, ভিসা আবেদন বা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ বার্তা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, ভিসা আবেদনকারীর বিরুদ্ধে যদি কোনো অপরাধমূলক দণ্ড থাকে, তবে তা আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। কনস্যুলার অফিসাররা আবেদনকারীর অপরাধসংক্রান্ত রেকর্ড দেখতে সক্ষম এবং পূর্বের যেকোনো লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য তারা জানতে পারেন।

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে বা অপরাধ গোপন করলে আবেদনকারী স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন বলে সতর্ক করেছে দূতাবাস। এছাড়া আবেদনকারীদের আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিকভাবে উল্লেখ করে স্বাক্ষর করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন না করার পরামর্শ দেওয়া হয়।

এর আগে গত ১০ জুলাই এক পোস্টে দূতাবাস জানায়, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ বাধ্যতামূলক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ