ভুলত্রুটি থাকলেও ইতিবাচক দিকগুলোও দেখা উচিত

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

ভুলত্রুটি থাকলেও ইতিবাচক দিকগুলোও দেখা উচিত

ভুলত্রুটি থাকলেও ইতিবাচক দিকগুলোও দেখা উচিত — অর্থ উপদেষ্টা। সরকারি নীতিমালায় ভুলত্রুটি রয়েছে, তা স্বীকার করলেও, ভালো দিকগুলো উপেক্ষা না করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

 

 

 

সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব, মূসক ও কাস্টমস বিষয়ক উদ্যোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

 

 

 

ড. সালেহউদ্দিন বলেন, “সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু নেতিবাচকতার দিকে না তাকিয়ে, ইতিবাচক দিকগুলোর প্রতিও দৃষ্টি দেওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন, যারা শুধু সরকারের ভুল নিয়ে কথা বলেন। বলেন, এটা নেই, ওটা নেই। কিন্তু ইতিবাচক অগ্রগতিগুলোর প্রতিও মনোযোগ দেওয়া জরুরি।”

তবে তিনি স্বীকার করেন, “সরকারের কিছু ভুল রয়েছে। সমালোচনা করলে ভুলগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়। সঠিক দৃষ্টিভঙ্গিতে সমালোচনা এবং উৎসাহ—দুটোই প্রয়োজন।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ