১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

admin
প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২০:৫৩:৩৭
ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Manual6 Ad Code

ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম প্রকাশ নিয়ে সংবাদ প্রচার হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।

Manual3 Ad Code

মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এমআইএসভুক্ত তালিকার ভিত্তিতে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ভুয়া প্রমাণিতদের নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual7 Ad Code

এছাড়া গণমাধ্যমে প্রকাশিত ভুয়া জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর পুনরায় যাচাই-বাছাই করছে।

Manual2 Ad Code

মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, কোনো নাম ভুয়া প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code