১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভুয়া বিয়ের নাটক সাজিয়ে তরুণীকে ধর্ষণ, গর্ভবতী হওয়ার পর পালালেন মাসুম — রাজশাহীতে গ্রেপ্তার

admin
প্রকাশিত ২৯ অক্টোবর, বুধবার, ২০২৫ ১৮:১২:২২
ভুয়া বিয়ের নাটক সাজিয়ে তরুণীকে ধর্ষণ, গর্ভবতী হওয়ার পর পালালেন মাসুম — রাজশাহীতে গ্রেপ্তার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী |
লিবিয়াপ্রবাসী মাসুম মণ্ডল (২৭) ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দেশে ফিরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে কিছুদিন ওই তরুণীর সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করেন। তবে তরুণী গর্ভবতী হলে পালিয়ে যান মাসুম মণ্ডল।

এ ঘটনায় দায়ের করা ধর্ষণ মামলায় মাসুম মণ্ডলকে রাজশাহীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাতে সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তার মাসুম বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় অবস্থানকালে ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় মাসুমের। পরে দেশে ফিরে এসে তিনি গত ১১ ফেব্রুয়ারি তরুণীর গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন।

Manual8 Ad Code

পরে মাসুম জাল দলিল তৈরি করে বিয়ের ভুয়া কাগজপত্র দেখিয়ে নাটক সাজান এবং গাজীপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতে শুরু করেন। সেখানে কিছুদিন থাকার পর তরুণী গর্ভবতী হলে মাসুম পালিয়ে যান।

Manual3 Ad Code

তরুণী মাসুমের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা দাবি করলে মাসুম তাঁকে মারধর ও হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এরপর নিরুপায় হয়ে তরুণী আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে গত সেপ্টেম্বরে বগুড়ার শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম মণ্ডল ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Manual6 Ad Code