১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভূমিকম্পে ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খুলেছে, যোগাযোগ নম্বর প্রকাশ

admin
প্রকাশিত ২১ নভেম্বর, শুক্রবার, ২০২৫ ১৬:৩৭:৪৬
ভূমিকম্পে ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খুলেছে, যোগাযোগ নম্বর প্রকাশ

Manual8 Ad Code

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি তাৎক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে ০২৫৮৮১১৬৫১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

Manual7 Ad Code

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার অদূরে নরসিংদীর ঘোড়াশাল এলাকায় সকাল ১০টা ৩৮ মিনিটে উৎপত্তি হওয়া রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ।

মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য দ্রুত সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Manual3 Ad Code

এ ছাড়া মন্ত্রণালয় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছে, ভূমিকম্পকে কেন্দ্র করে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাতে কান না দিতে হবে।

Manual7 Ad Code