১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫৪

admin
প্রকাশিত ০৫ এপ্রিল, শনিবার, ২০২৫ ২৩:০৯:২০
ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫৪

Manual2 Ad Code

ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫৪ জনে। শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি হওয়ায় দেশটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্সের

 

Manual1 Ad Code

 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২৮ মার্চের শক্তিশালী এই ভূমিকম্পে ৪ হাজার ৮৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছে ২২০ জন।

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং চীনে।

 

Manual8 Ad Code

 

ভূমিকম্পের পর জান্তাপ্রধান মিন অং হ্লাইং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেন। এসব দেশ থেকে লাখ লাখ ডলার সহায়তা ইতোমধ্যে হাতে পেয়েছে। শত শত উদ্ধারকর্মী মিয়ানমারে পৌঁছেছে।

 

 

ভূমিকম্পে ছয়টি অঞ্চলের ২৮ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে খাদ্য, আশ্রয়, পানি, স্যানিটেশন, মানসিক স্বাস্থ্য সহায়তা ও অন্যান্য পরিষেবার জন্য জরুরি তহবিলে ১২ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।