১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভৈরবে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগে একজন গ্রেপ্তার

admin
প্রকাশিত ০৭ জানুয়ারি, বুধবার, ২০২৬ ২২:৪৬:৫৯
ভৈরবে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগে একজন গ্রেপ্তার

Manual4 Ad Code

কিশোরগঞ্জের ভৈরব, বুধবার:
বিয়ের প্রলোভনে এক নারীর (৪৫) সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম কবির মিয়া (৫০)। বিয়ে করতে অস্বীকৃতি জানানোর পর ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব থানা-পুলিশ পৌর এলাকার চণ্ডিবের পুলতাকান্দা থেকে কবির মিয়াকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি একই এলাকার পুলতাকান্দা গ্রামে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত কবির মিয়া বিয়ের আশ্বাস দিয়ে শহরের কালিপুর গ্রামের ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখেন। গত ১৬ ডিসেম্বর ভুক্তভোগী নারী অভিযুক্তকে তাঁর আত্মীয়স্বজনের কাছে বিয়ের বিষয়টি জানানোর কথা বললে কবির মিয়া বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর গত ৬ জানুয়ারি তিনি ভৈরব থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী নারী জানান, তাঁর কোনো স্বামী বা সন্তান নেই। প্রতিদিনের মতো একদিন সকালে হাঁটতে বের হলে কবির মিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে কবির মিয়া প্রেমের প্রস্তাব দেন এবং পরে বিয়ের আশ্বাস দেন। সেই আশ্বাসে তিনি একাধিকবার শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য হন। এখন অভিযুক্ত ব্যক্তি বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন ভুক্তভোগী নারী।

Manual1 Ad Code

এ বিষয়ে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগী নারীর করা মামলার পর অভিযুক্ত কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code