২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোলাগঞ্জে সাদাপাথর চুরি: বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততা

admin
প্রকাশিত ২০ আগস্ট, বুধবার, ২০২৫ ২২:১৭:০৬
ভোলাগঞ্জে সাদাপাথর চুরি: বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততা

Manual5 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা থেকে সাদাপাথর চুরির ঘটনায় স্থানীয় ৪২ জনের সম্পৃক্ততা চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি এবং নিষ্ক্রিয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় ব্যক্তিরা।

দুদকের এনফোর্সমেন্ট টিম সরেজমিন অভিযান ও অনুসন্ধানে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। পাশাপাশি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবি সদস্যদের দায়িত্বে অবহেলার তথ্যও উঠে এসেছে।

 

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

 

 

 

 

সূত্র মতে, ভোলাগঞ্জ এলাকা থেকে সম্প্রতি প্রায় ১০ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে, যার মধ্যে আড়াই লাখ ঘনফুট ছিল দামী সাদাপাথর। গত এক বছরে সাদাসহ অন্যান্য পাথর মিলে চুরি হয়েছে প্রায় ৪০ লাখ ঘনফুট। এসব চুরির ঘটনা ধরা পড়ে চলতি বছরের ১০ আগস্ট। এরপর ১৩ আগস্ট দুদক অভিযান চালায় ভোলাগঞ্জে।

চিহ্নিতদের তালিকা:এনসিপির ২ জন:সিলেট জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির প্রধান দুই সমন্বয়কারী।

Manual3 Ad Code

বিএনপির ২০ জন:সিলেট মহানগর ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ যুবদল ও শ্রমিক দলের একাধিক নেতা–কর্মী।

আওয়ামী লীগের ৭ জন:নিষ্ক্রিয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের কয়েকজন সদস্য।

জামায়াতের ২ জন:সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি।

Manual3 Ad Code

স্থানীয় আরও ১১ জন:ভোলাগঞ্জের স্থানীয় বাসিন্দা ও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

দুদকের বক্তব্য:দুদকের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে দ্রুত কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।