সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫
ভোলা থেকে প্রতিবেদক:
ভোলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুর চার মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনও মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, ইপ্সিতার মৃত্যু নদীর মাঝিতে ঘটেছে এবং মরদেহ উদ্ধার করেছে লক্ষ্মীপুর নৌ পুলিশ। “আমরা শুধু ছায়া তদন্ত করতে পারি। লক্ষ্মীপুর নৌ পুলিশ সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি,” তিনি বলেন।
ইপ্সিতার বাবা জানিয়েছেন, প্রথমে লক্ষ্মীপুর নৌ পুলিশ বাদী হয়ে মামলা করলেও এখন সেই দায়িত্ব পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ওপর হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “ডিএনএ টেস্ট করেছি, কিন্তু রিপোর্ট এখনও হাতে পাইনি। ময়নাতদন্তের রিপোর্টও আসেনি।”
লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজিজুল হক বলেন, মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা তদন্ত করছে। পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার ফয়জুর রহমান জানিয়েছেন, উপপরিদর্শক কামাল আব্বাস মামলাটি তদন্ত করছেন এবং অগ্রগতি আশা করা যাচ্ছে।
ইপ্সিতা গত ১৭ জুন ভোলা-ঢাকাগামী লঞ্চ কর্ণফুলী-৪ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। চার দিন পর মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইপ্সিতা কলেজ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রদল তাঁর মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি করেছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD