২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

ভ্রমণের আগে পাসপোর্টে খেয়াল রাখুন এই ৫ বিষয়

admin
প্রকাশিত ০৫ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৫ ১২:১৮:০৮
ভ্রমণের আগে পাসপোর্টে খেয়াল রাখুন এই ৫ বিষয়

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
বিদেশ ভ্রমণে ফ্লাইট বুকিংয়ের আগে পাসপোর্ট ভালোভাবে পরীক্ষা না করলে শেষ মুহূর্তে যাত্রা স্থগিত হওয়ার ঝুঁকি থাকে। অভিজ্ঞ ভ্রমণকারী লিসা ও ম্যাট তাঁদের ইনস্টাগ্রাম পেজে পাসপোর্ট-সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন।

 

 

 

Manual1 Ad Code

১. মেয়াদ পরীক্ষা করুন

Manual3 Ad Code

পাসপোর্ট বৈধ থাকলেও মেয়াদ শেষের খুব কাছাকাছি হলে ভ্রমণে বাধা দেওয়া হতে পারে। অনেক দেশ অন্তত ৬ মাস এবং ইউরোপের দেশগুলো অন্তত ৩ মাসের বৈধতা চায়। তাই আগে থেকেই নবায়ন করা নিরাপদ।

 

Manual2 Ad Code

 

 

২. ভিসা যাচাই করুন

গন্তব্য দেশের ভিসার নিয়ম নিয়মিত পরিবর্তিত হয়। কোনো কোনো দেশে ট্রানজিটের ক্ষেত্রেও ভিসা প্রয়োজন হতে পারে। তাই ভিসা সংক্রান্ত শর্ত আগেভাগে যাচাই করতে হবে।

৩. ফাঁকা পৃষ্ঠা রাখুন

Manual8 Ad Code

পাসপোর্টে যথেষ্ট ফাঁকা পৃষ্ঠা না থাকলে অনেক দেশে প্রবেশে বাধা দেওয়া হয়। যেমন দক্ষিণ আফ্রিকায় অন্তত ২টি ধারাবাহিক ফাঁকা পৃষ্ঠা এবং বতসোয়ানা ও জাম্বিয়ায় ৩টি ফাঁকা পৃষ্ঠা বাধ্যতামূলক।

৪. পাসপোর্ট অক্ষত রাখুন

পাসপোর্টে পানি লাগা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত পৃষ্ঠা সেটিকে অবৈধ করে দিতে পারে। নিরাপদে সংরক্ষণ করা জরুরি।

৫. ছবির মিল থাকা চাই

পাসপোর্টের ছবি আপনার বর্তমান চেহারার সঙ্গে না মিললে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা বা ভ্রমণে দেরি হতে পারে। বয়সজনিত পরিবর্তন, সার্জারি বা বড় ধরনের লুক পরিবর্তন হলে নতুন ছবি দিয়ে পাসপোর্ট নবায়ন করা উচিত।