২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ, আটক ১

admin
প্রকাশিত ২১ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২৩:১৯:৫৯
মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ, আটক ১

Manual8 Ad Code

চাঁদপুর, ২১ ডিসেম্বর:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লোকমান হোসেন ভূঁইয়া নামে এক কাঠমিস্ত্রিকে বাড়ি থেকে তুলে নিয়ে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার রায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করেছে এবং মো. মাসুদ নামে এক ব্যক্তিকে আটক করেছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযান চালিয়ে লোকমান হোসেনকে উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত মাসুদকে আটক করা হয়।

Manual8 Ad Code

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ দীর্ঘদিন ধরে রায়েরকান্দি গ্রামে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে ধনাগোদা নদীতে অবৈধভাবে জাগ তৈরি করে মাছ চাষের অভিযোগ রয়েছে। জাগে বিষ দিয়ে মাছ মারা হয়েছে—এমন সন্দেহে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লোকমান হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যান মাসুদ ও তাঁর সহযোগীরা। পরে তাঁকে একটি গোয়ালঘরে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

Manual7 Ad Code

ভুক্তভোগীর মা জাহানারা বেগম ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে মাসুদ তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশের সহায়তায় লোকমানকে উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

লোকমান হোসেন বলেন, ‘আমি গরিব মানুষ। কাঠমিস্ত্রির কাজ করি। কারও সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। তবু আমাকে হাত-পা বেঁধে গরু ঘরে রেখে মারধর করা হয়েছে এবং জোর করে স্বীকারোক্তি দিতে বলা হয়েছে যে আমি জাগ ভেঙেছি। অথচ আমি এ বিষয়ে কিছুই জানি না।’

মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বলেন, ‘লোকমানকে শিকল দিয়ে হাত-পা বেঁধে রেখে মারধর করা হয়েছে। প্রায় চার দিন ধরে তাঁকে নির্যাতন করা হয়। তাঁর মা থানায় জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে লোকমানকে উদ্ধার করি এবং অভিযুক্ত মাসুদকে আটক করি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Manual5 Ad Code