চাঁদপুর, শুক্রবার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ইমাম হাসান-৫’ বিকল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার সময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
গতকাল বৃহস্পতিবার রাতের দিকে মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মতলব উত্তর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে চাঁদপুরে ফেরার পথে ইমাম হাসান-৫ লঞ্চটি ঘন কুয়াশার কারণে নদীতে থামিয়ে রাখা একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায়।
তিনি আরও জানান, এ ঘটনায় বাল্কহেডটি ক্ষতিগ্রস্ত হলেও লঞ্চটির বড় ধরনের ক্ষতি হয়নি। তবে লঞ্চে থাকা প্রায় সাড়ে চার শতাধিক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে যাত্রীদের উদ্ধার করে নিরাপদে পাড়ে নামিয়ে দেয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে লঞ্চটি ঘটনাস্থলেই রয়েছে। নৌ পুলিশ ও লঞ্চের কর্মীরা লঞ্চটি পাহারায় রেখেছেন। প্রয়োজনীয় মেরামত শেষে লঞ্চটি চাঁদপুর ঘাটে নিয়ে যাওয়া হবে।