১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মনোনয়ন বাতিলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্বপ্ন ভাঙল তাছলিমা বেগমের

admin
প্রকাশিত ০১ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬ ২২:০৯:২৭
মনোনয়ন বাতিলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্বপ্ন ভাঙল তাছলিমা বেগমের

Manual6 Ad Code

ভোলা, বৃহস্পতিবার

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গিয়ে স্বপ্নভঙ্গ হলো তাছলিমা বেগমের। ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আশায় স্থানীয় জনপ্রতিনিধির পদ ছেড়েও শেষ পর্যন্ত সংসদ সদস্য প্রার্থী হওয়ার সুযোগ পেলেন না তিনি।

দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ছিলেন তাছলিমা বেগম। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি স্বেচ্ছায় ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর গত ২৯ ডিসেম্বর বিকেলে ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমানের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

Manual2 Ad Code

তবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাছলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এতে করে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তো হারালেনই, সঙ্গে স্থানীয় সরকারের পদটিও আর ফিরে পাওয়ার সুযোগ রইল না—ফলে ‘আম ও ছালা’ দুটোই খোয়ালেন তিনি।

Manual2 Ad Code

মনোনয়ন বাতিলের বিষয়ে তাছলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, “ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এর বিরুদ্ধে আপিল করব।”

উল্লেখ্য, ভোলার চারটি সংসদীয় আসনে জমা পড়া মোট ৩১ জন প্রার্থীর মধ্যে তাছলিমা বেগমই ছিলেন একমাত্র নারী প্রার্থী।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান আজকের পত্রিকাকে বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জমা দেওয়া এক শতাংশ ভোটারের সমর্থনের তালিকা থেকে নির্ধারিত ১০টি সিরিয়াল যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ের সময় অধিকাংশ তথ্য সঠিক না পাওয়ায় তাছলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Manual8 Ad Code