১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মব ভাইরাসের তাণ্ডবে দেশে অতিষ্ঠ মানুষ: গিয়াস উদ্দিন তাহেরী

admin
প্রকাশিত ২৪ নভেম্বর, সোমবার, ২০২৫ ২০:৫২:০৪
মব ভাইরাসের তাণ্ডবে দেশে অতিষ্ঠ মানুষ: গিয়াস উদ্দিন তাহেরী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মব ভাইরাসের ভয়াবহতা বাংলাদেশে চরম আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ও সুফীবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন তাহেরী। সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

Manual8 Ad Code

তাহেরী বলেন, “আপনারা জানেন, মব ভাইরাসের তাণ্ডবে বাংলাদেশে মানুষ অতিষ্ট। একটা মানুষকে হুট করে ‘ধর ধর’ বলে পিটিয়ে হত্যার যে প্রবণতা—এটি দেশের জন্য গভীর উদ্বেগের। কারও সঙ্গে মতভিন্নতা থাকলেই তাকে মারধর কিংবা হত্যা করা হচ্ছে, দেশের আইনকে তোয়াক্কা না করে বিচার নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে।”

Manual8 Ad Code

তিনি আরও বলেন, মব ভায়োলেন্সের কারণে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ নষ্ট হয়ে যাচ্ছে। “এই পরিস্থিতি আমাদের মাঝে শঙ্কার সৃষ্টি করছে,” যোগ করেন তিনি।

Manual2 Ad Code

ভিন্নমতাবলম্বীদের ওপর মব সৃষ্টি করে অমানবিক অত্যাচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, “ভিন্নমত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলেই মব তৈরি করে দমন করা হচ্ছে। একটি উগ্রবাদী গোষ্ঠী দেশে মব সৃষ্টি করে তাণ্ডব চালাচ্ছে। এতে শান্তিপ্রিয় মানুষ আজ অতিষ্ঠ।”