মসজিদের হামলা এবং পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে মিছিল

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

মসজিদের হামলা এবং পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে  মিছিল

নামাজ শেষে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর হামলা এবং পুরান ঢাকায় মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

 

 

 

 

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, সারাদেশে খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। দিনের আলোয় একজনকে রাস্তায় ফেলে হত্যা করা হচ্ছে। মসজিদে ঢুকে খতিবকে হামলা করে হত্যার চেষ্টা হচ্ছে, এগুলো কীসের আলামত। আমরা অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 

 

 

 

 

শনিবার (১২ জুলাই) বিকেলে পৃথকভাবে চাঁদপুর শহরের বাইতুল আমির চত্বরে জামায়াতে ইসলাম সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এ ছাড়া শহরে সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাহ হোসাইন মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া, উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজাহান খান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ