রাজধানীর মহাখালীতে কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনার সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলের ছবি অনুযায়ী বস্তির একাধিক স্থানে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। স্থানীয়রা পানি সরবরাহ ও সামগ্রী সরিয়ে নিরাপদ স্থানে নিতে সহযোগিতা করছেন।