মহানগরে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫

মহানগরে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট

কোরবানির ঈদ সামনে রেখে সিলেটজুড়ে জমে উঠেছে পশুর হাট। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কিছুটা ধীরগতি থাকলেও, বুধবার সকাল থেকেই বিভিন্ন হাটে দেখা যায় জমজমাট পরিবেশ। ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পশুর হাটগুলো।

 

 

 

হাটে দেশি প্রজাতির ছোট, মাঝারি ও বড় আকৃতির গরু এবং ছাগলের আধিক্য চোখে পড়েছে। হাটজুড়ে চলছে ব্যাপক দর-কষাকষি। গরু কেনার আগে অনেকেই একাধিক হাট ঘুরে দেখে নিচ্ছেন পছন্দের পশু। বিক্রেতারা জানালেন, গতকালের তুলনায় আজ ক্রেতার সংখ্যা বেশি।

 

 

 

 

কাজিরবাজারসহ সিলেটের অন্যান্য হাট ঘুরে দেখা যায়, সারি করে রাখা গরুগুলোর সামনে ভিড় করছেন ক্রেতারা। কেউ গরুর দাঁত দেখে দাম ঠিক করছেন, কেউবা হাত বুলিয়ে গরুর স্বাস্থ্য যাচাই করছেন।

 

 

 

 

ব্যবসায়ীরা জানান, “বৃষ্টির কারণে শুরুতে ক্রেতার সংখ্যা কম ছিল। তবে এখন হাটে ভিড় বাড়ছে। অনেকেই শেষ মুহূর্তে পশু কিনতে আসেন, কারণ আগেভাগে রাখার জায়গা, খাবার ও পরিচর্যার ঝামেলা থাকে। আশা করছি বৃহস্পতিবার ও ঈদের আগের দিন শুক্রবার হাটের ভিড় আরো বাড়বে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ