মহান বিজয় দিবসে শ্রদ্ধা: গীতিকার শাহ্ মোঃ আছাব আলীর
মোঃ আবুল বশর সিলেট :
১৬ ডিসেম্বর, ২০২৫: আজ মহান বিজয় দিবস। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতাকে প্রতি বছরই আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। জাতীয় জীবনে এই বিশেষ দিনটি উদযাপন করতে গিয়ে আমরা যেমন শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করি, তেমনি স্মরণ করি সেইসব শিল্পীদের, যাঁরা তাঁদের শিল্পসৃষ্টির মাধ্যমে যুদ্ধের সময় জনগণের মনে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং স্বাধীনতার চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত করেছেন। তেমনই একজন বরেণ্য ব্যক্তিত্ব হলেন গীতিকার শাহ্ মোঃ আছাব আলী, যাঁর দেশাত্মবোধক গানগুলো আজও আমাদের হৃদয়ে দেশপ্রেমের অনির্বাণ শিখা জ্বালিয়ে রাখে। তিনি আরো বলেন সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।