মহালছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

মহালছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

উত্তম চাকমা মহালছড়ি( খাগড়াছড়িঃ) খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহালছড়ি উপজেলা সহ-সভাপতি মোঃ হামিদুল ইসলাম (২৮) কে।

 

 

 

রবিবার (২৩ মার্চ ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করে মহালছড়ি-গুইমারা সড়কের মাঝামাঝি সিন্দুকছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হামিদুল ইসলাম মহালছড়ি টিএনটি পাড়ার মোঃ শামসুল হকের ছেলে এবং মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, কলেজ ছাত্রলীগে থাকা কালীন সাধারণ ছাত্রদের মারধর,জোড়পূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে অংশগ্রহণ করানো, চাঁদাবাজি সহ এলাকায় তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে।

 

 

 

 

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন,অপারেশন ডেবিল হান্ট অভিযান চালিয়ে তাকে গভীর রাতে আটক করা হয়,তার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে খাগড়াছড়ি সদর থানা,ও মহালছড়ি থানায়। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ