১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাউশির মহাপরিচালক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়

admin
প্রকাশিত ০৬ অক্টোবর, সোমবার, ২০২৫ ২১:৪৬:৫২
মাউশির মহাপরিচালক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়

Manual4 Ad Code

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে অফলাইনে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদন করতে পারবেন।

Manual8 Ad Code

প্রার্থীদের সৎ, দায়িত্বশীল, প্রশাসনিক কাজে দক্ষ এবং শিক্ষাগত ও প্রশিক্ষণজনিত কৃতিত্বের অধিকারী হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে থাকা মাউশির বর্তমানে মহাপরিচালক হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান দায়িত্ব পালন করছেন।

Manual5 Ad Code

এর আগে শিক্ষা মন্ত্রণালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।