মাগুরার আওয়ামী লীগ নেতাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫

মাগুরার আওয়ামী লীগ নেতাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার

মাগুরা/চুয়াডাঙ্গা: মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসাম (৪৫)কে পুলিশ সোমবার ভোর ৫টার দিকে গ্রেপ্তার করেছে।

 

 

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় তাঁকে একটি তালাবদ্ধ ব্যাগসহ আটক করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়।

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, গ্রেপ্তারকৃত আশরাফুজ্জামান হিসামকে চুয়াডাঙ্গা থেকে মাগুরায় আনা হবে। পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তত পাঁচটি মামলার এজাহারে তার নাম রয়েছে, যার কারণে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ