১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাগুরার আওয়ামী লীগ নেতাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার

admin
প্রকাশিত ০১ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ১২:৪২:০৩
মাগুরার আওয়ামী লীগ নেতাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার

Manual2 Ad Code

মাগুরা/চুয়াডাঙ্গা: মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসাম (৪৫)কে পুলিশ সোমবার ভোর ৫টার দিকে গ্রেপ্তার করেছে।

 

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় তাঁকে একটি তালাবদ্ধ ব্যাগসহ আটক করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, গ্রেপ্তারকৃত আশরাফুজ্জামান হিসামকে চুয়াডাঙ্গা থেকে মাগুরায় আনা হবে। পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তত পাঁচটি মামলার এজাহারে তার নাম রয়েছে, যার কারণে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।