১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাটিয়ান হাওর পরিদর্শনে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা কলেজের সমস্যার জন্য রাস্তায় নামার প্রয়োজন নেই

admin
প্রকাশিত ২৬ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ২২:০৬:২২
মাটিয়ান হাওর পরিদর্শনে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা কলেজের সমস্যার জন্য রাস্তায় নামার প্রয়োজন নেই

Manual8 Ad Code

মাটিয়ান হাওর পরিদর্শনে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
কলেজের সমস্যার জন্য রাস্তায় নামার প্রয়োজন নেই

Manual1 Ad Code

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া মাটিয়ান হওয়ার থেকে থেকে ফিরে ::- কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্রদের কঠোর হয়ে দমন করতে চাই না। কলেজের সমস্যা শিক্ষকসহ অন্যান্যদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য কারো রাস্তায় নামার প্রয়োজন নেই।

Manual7 Ad Code

 

আজ ২৬ নভেম্বর মঙ্গলবার তাহিরপুরের মাটিয়ান হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার উপরে কঠোর হব উল্লেখ করে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে দাবি জানানোর আহ্বান করেন তিনি।

 

হাওরের কৃষি নিয়ে তিনি বলেন, কৃষি পণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয়। কোন মধ্যস্বত্তভোগী যাতে সুবিধা নিতে না পারে সে বিষয়ে সবার কড়া নজরদারীর কথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জ জেলার প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী প্রমুখ।