সিলেট ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫
সিলেটে মাদ্রাসা শিক্ষক খুন: কিশোর অভিযুক্ত নয়ন গ্রেপ্তার। সিলেটের আখালিয়ায় মাদ্রাসা শিক্ষক মাওলানা জুবায়ের আহমদকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে নয়ন আহমদ নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে আখালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ।
নয়নের বয়স প্রাথমিক তথ্যমতে ১৬ বছর, তবে বয়স যাচাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং নিহত মাওলানার স্ত্রীর ভাইয়ের ছেলে—অর্থাৎ পারিবারিক সম্পর্ক রয়েছে তাদের মধ্যে।
ঘটনার দিন সকালবেলা মাওলানা জুবায়ের মাদ্রাসায় যাওয়ার সময় নয়ন তার গায়ে ময়লা পানি ছুড়ে মারে, এতে তার জামাকাপড় নোংরা হয়ে যায়। এ বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানানোর কিছু সময় পর, নয়ন তার পেছনে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে নিহতের ছেলে বাদী হয়ে নয়নের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, নয়নের আচরণগত সমস্যা ও খারাপ চলাফেরার কারণে নিহত শিক্ষক পূর্বে তাকে তার সন্তানের সঙ্গে মিশতে নিষেধ করেছিলেন। ধারণা করা হচ্ছে, এরই জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD