১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর বিরুদ্ধে সাক্ষ্য চলছে, বিচার সরাসরি সম্প্রচারের আবেদন

admin
প্রকাশিত ১৭ ডিসেম্বর, বুধবার, ২০২৫ ২৩:০৬:৪৮
মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর বিরুদ্ধে সাক্ষ্য চলছে, বিচার সরাসরি সম্প্রচারের আবেদন

Manual1 Ad Code

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। তবে এই মামলার বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন করেছেন তিনি।

Manual6 Ad Code

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এ ইনুর পক্ষে তাঁর আইনজীবী মনসুরুল হক চৌধুরী এ আবেদন করেন।

Manual4 Ad Code

এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

এর আগে গত ১ ডিসেম্বর এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে সুনির্দিষ্ট আটটি অভিযোগ দাখিল করে। সেদিন শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণে ২০ জন সাক্ষীর তালিকা দেওয়া হয়েছে। পাশাপাশি নথি হিসেবে তিনটি অডিও এবং ছয়টি ভিডিও উপস্থাপন করা হয়েছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট হাসানুল হক ইনু আটক হন। পরে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা ইনু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

Manual2 Ad Code