১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ ও বাসচালক হত্যা: ইউপি চেয়ারম্যান অনিক গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৭ নভেম্বর, সোমবার, ২০২৫ ২০:০৯:৫২
মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ ও বাসচালক হত্যা: ইউপি চেয়ারম্যান অনিক গ্রেপ্তার

Manual2 Ad Code

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগ ও বাসচালককে হত্যার মামলায় আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

Manual8 Ad Code

আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আদাবর এলাকায় ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। জেলা ডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) ও শিবালয় থানার যৌথ অভিযানে সকাল সাড়ে ৯টার দিকে অনিককে গ্রেপ্তার করা হয়। তিনি ঘোনাপাড়া এলাকার মৃত সাইফুর রহমান খান সুলতানের ছেলে।

Manual7 Ad Code

শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, স্কুলবাসে অগ্নিসংযোগ ও বাসচালক হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অনিককে গ্রেপ্তার করা হয়েছে।


বাসচালক পারভেজ খানের মৃত্যু

এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন বাসচালক পারভেজ খান (৪৫) জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা এবং দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের পরিবহনচালক ছিলেন।

Manual5 Ad Code

গত বৃহস্পতিবার গভীর রাতে ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দিলে ভেতরে ঘুমিয়ে থাকা পারভেজ দগ্ধ হন। পরে তাঁকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


মামলা ও তদন্ত

এ ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা করেছেন। বাসচালক পারভেজ মারা যাওয়ায় মামলায় হত্যার ধারা যুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে ডিবি ও শিবালয় থানা যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

Manual3 Ad Code