মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়ন মাদকের সর্গরাজ্য,,

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়ন মাদকের সর্গরাজ্য

মানিকগঞ্জ প্রতিনিধিঃ-  মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চর বংখুরি গ্রামের বিভিন্ন জায়গায় রাতের আধারে চলে মাদকের ক্রয়-বিক্রয়।

এলাকাবাসী জানান, চর বংখুরি গ্রামের মোঃ শাহীন মোল্লা এ মাদক বাণিজ্যের মূল হোতা। প্রায় প্রতি রাতেই চর বংখুরি সবুজ সংঘ ক্লাব সংলগ্ন বিভিন্ন জায়গায় গভীর রাতঅব্দি চলে ইয়াবা, বাংলা মদ, হিরোইন ও গাঁজার রমরমা বানিজ্য।

মাদক সেবিদের মধ্যে হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আরিফ অন্যতম।

এছাড়াও দূর-দূরান্ত থেকে মাদক ক্রয়ের জন্য চর বংখুরি গ্রামে আসা অচেনা মানুষের আনাগোনায় স্থানীয়দের মনে আতংক সৃষ্টি করেছে।

সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুরি গ্রামটি হরিরামপুর উপজেলা ও ঢাকার নবাবগঞ্জ উপজেলা সংলগ্ন হওয়ায় প্রসাসনের নজরদারীও কম বলে জানা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে আরো জানা যায়, দিন দিন মাদকসেবিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশেপাশের বিভিন্ন এলাকায় চুরির উপদ্রব বেড়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, শাহীনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কারো নেই। বর্তমান সরকারের উন্নয়নমুখি ভাবমূর্তি ও যুব সম্প্রদায়কে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার্থে জরুরি ভিত্তিতে চরবংখুরি গ্রামে মাদক ক্রয়-বিক্রয় বন্ধ করতে হবে। অন্যথায় এলাকাবাসী মারাত্মক ক্ষতির শিকার হবে। এছাড়া জনগনের সেবক হয়ে হারুকান্দি ইউপি সদস্য মোঃ আরিফ ইয়াবা নেশায় আসক্ত হওয়া অত্যন্ত দুঃখজনক। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দ্বাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ