সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২৫
হযরত মানিকপীর টিলা (র.) গোরস্তানে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া মানুষের জন্য বিশেষ সতর্কতার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি যা উল্লেখ করেছে তার সারমর্ম হলো, মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহ মাদরাসার দু’জন শিক্ষার্থী জানাজা করতে হযরত মানিকপীর (র.) এর গোরস্তানে প্রবেশ করে।
হাঁটাহাটির এক পর্যায়ে হঠাৎ অন্তত তিন চারটি কুকুর তাদের আক্রমন করতে উদ্যাত হলে তারা দৌড়াতে থাকে। শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে।
বিষয়টি অফিসের সিসি ক্যামেরায় দেখে দ্রুত এগিয়ে যান গেইটম্যান ও গোরস্তানের সুপারভাইজার মো. রমজান। আরও কয়েকজনও তাদের সাথে ছিলেন।
কুকুর সামলাতে গেলে সেগুলো তাদেরকেও ধাওয়া করে।
সবাই মিলে শিশুদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থাও করেন তারা। বাচ্চাদের কামড় না দিলেও তরা দৌড়ে পালাতে গিয়ে একজন কিছুটা আহতও হয়েছে।
এরপর তিনি নিজের ফেসবুক টাইমলাইনে, নগরবাসীকে সাবধান করে স্ট্যাটাস দেন। পাশাপাশি বড়রা বা অভিভাবকরা ছাড়া যেনো বাচ্চারা জিয়ারতে না আসে। এতে যখন তখন তারা কুকুরের আক্রমনের শিকার হতে পারেন।
এ প্রসঙ্গে রজব বলেন, এগুলো কুকুর হলেও ব্যবহার বাঘের মতো।
এখানে কুকুর আসার কারণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, অনেকবার এলাকাবাসীকে বলা সত্ত্বেও তারা সামনে খোলা স্থানে ময়লা ফেলেন। কুকুর খাবারের লোভে এখানে ভীড় করে। স্থানীদের ময়লা না ফেলার অনুরোধ জানানো হয়েছে বারবার। কিন্তু তারা তা শোনেন না।
তার দাবি, এখানে বড় দুটি ডাস্টবিন দিয়ে দিলে হয়ত ধীরে ধীরে কুকুরের উৎপাত কমতে পারে।
বিষয়টি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সাথে আলাপকালে তিনি বলেছেন, আমরা দ্রুত সেখানে ডাস্টবিন সরবরাহ করবো।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD