মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে কোন চিটি থানায় জমা দেননি

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে কোন চিটি থানায় জমা দেননি

একটি মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে সিলেটের দক্ষিণ সুরমা থানায় ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও সিল ব্যবহার করে চিঠি প্রেরণের অভিযোগ উঠেছে।

 

 

 

 

গত বছরের ২৫ ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর স্বাক্ষর ব্যবহার করে দক্ষিন সুরমা থানায় দায়ের করা মামলা থেকে ১৫ জন অভিযুক্তের নাম প্রত্যাহার করতে বলা হয়।

 

 

 

 

 

শনিবার বিকালে ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দুই উপজেলার সীমান্তবর্তী রশিদপুরে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তারা।

 

 

 

 

এরকম কোন চিটি থানায় জমা দেননি বলে দাবি করছেন উপজেলা বিএনপির সভাপতি এস.টিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস.টি এম ফখর উদ্দিন বলেন, তদন্তকারী কর্মকর্তা ৮ মাস চিঠির বিষয়টি গোপন রেখেছেন। তাই আমরা এই চিঠির বিষয়ে অবগত ছিলাম না।

 

 

 

 

সংবাদ সম্মেলনে দ্ইু উপজেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টিএম ফখর উদ্দিন বলেন, গত ২৫ ডিসেম্বর দক্ষিন সুরমা থানায় মামলা থেকে ১৫ জনকে অব্যাহতি দেয়ার কোন চিঠি উপজেলা বিএনপি দেয়নি। কে বা কারা প্যাড, সীল ও স্বাক্ষর জাল করে এমন চিঠি থানায় পাঠিয়েছে। একটি মহল রাজনৈতিক সুনাম নস্ট করতে এমন অপপ্রচার চালাচ্ছে। চিঠি দেয়ার বিষয়টি একটি গণমাধ্যমের মাধ্যমে জনতে পারেন। ওই সংবাদেও ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর বক্তব্য সঠিকভাবে প্রচার করা হয়নি।

 

 

 

 

পরবর্তীতে ২২ জুলাই উপজেলা বিএনপির পক্ষ থেকে দক্ষিন সুরমা থাকায় লিখিতভাবে ভূয়া চিঠির বিষয়টি অবগত করা হয়েছে। এই ঘটনায় আব্দুল্লাহ মিসবাহ ২৫ জুলাই ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ