সিলেট ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
খুলনার দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হলো।
ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে নতুন আটক করা দুজন হলেন কাজী রায়হান ইসলাম (৩০) ও হাসিব মোল্লা (৩২)। দৌলতপুর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি দল আজ বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরার তালা উপজেলা থেকে দুজনকে আটক করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, আজ সকালে তালা মহিলা কলেজের পাশের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে রায়হানকে আটক করা হয়।
রায়হানই সিসি ফুটেজে দেখা যাওয়া যুবক কি না—জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা যে রায়হানকে আটক করেছি, সে ওই ব্যক্তি কি না, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। মাহবুব হত্যাকাণ্ডের পর রায়হান এলাকা ছেড়ে পালিয়ে যায়। তার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। তার অবস্থান নিশ্চিত হয়ে সকালে তালা মহিলা কলেজের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে পাইকগাছা উপজেলায় অভিযান চালানো হয়।’
অপদিকে হাসিবকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তালা থেকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে আসে।
মহানগর গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সিসি ফুটেজ থেকে সংগৃহীত ছবির সঙ্গে হাসিবের চেহারার যথেষ্ট মিল রয়েছে। তবে তিনি সেই যুবক কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি। তাঁকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সজল ও আলাউদ্দিন নামের দুই যুবককে আটক করা হয়। তাঁরা এ হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে ১১ জুলাই বেলা দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজের বাড়ির সামনে গুলি ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের এক দিন পর তাঁর বাবা মো. আব্দুল করিম মোল্লা বাদী হয়ে হত্যা মামলা করেন। হত্যা মিশনে অংশ নেওয়া তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হলেও এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD